খুলনার দৌলতপুরে বোমা বিস্ফোরণে আহত ২ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 4 January 2020

খুলনার দৌলতপুরে বোমা বিস্ফোরণে আহত ২



শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে বোমা বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। তারা স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

স্থানীয় লোকজন জানান, শনিবার (৪ জানুয়ারী)  রাত ৯টার দিকে নতুন রাস্তা রেলক্রসিং মোড়ে রহমান ফার্মেসীর সামনে ইব্রাহিম খলিল শাহীন ও শহীদুল্লাহ সওদাগর নামে দুই ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বোমার আঘাতে তারা দুজন আহত হন। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, ককটেল বিস্ফোরণে দুইজন সামান্য আহত হয়েছেন। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages