চৌহালীতে মহান বিজয় দিবস পালিত - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 16 December 2019

চৌহালীতে মহান বিজয় দিবস পালিত





চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১৬ ডিসেম্বর ২০১৯ উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি। জাতিয় শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সরকারি কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ও বৈন্যা গণহত্যার গণকবরে দোয়া ও পুম্পস্তবক অর্পন করা হয়। এতে  উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,স্কুল, কলেজের পক্ষ থেকে পুম্পস্তবক অর্পন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিজয় দিবসে আলোচনা সভা,সংবর্ধণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গার্ড অব অনার প্রদানে পুলিশ,আনসার,স্কাউট,শিশু কিশোর চৌক সংগঠনের বর্ণাঢ্য কুচকাওয়াজ দল। বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ এর সভাপতিত্বে পতাকা উত্তলন,কবুতর উড়িয়ে দিবস উদ্ভোদন  করা হয়। তিনি উদ্ভোধনী ভাষনে বলেন জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের।লাল সবুজের মানচিত্রে রক্তের দাগ,মুক্তির  মন্ত্র নিতে তাই ছুটে আসে বারবার।বাঙালীর শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হলেন জাতির অমর শেষ্ঠ সন্তানরা। ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে  ঢল  নামে সর্বস্তরের জনতার। ৭১ এর ৯মাসের রক্তক্ষয়ী যুদ্ধ নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হর্তাযজ্ঞ। এদেশের মেধা শুন্য করার নীলনকশা বাস্তবায়নের অংশ হিসেবে পাকহানাদার বাহিনি ও তাদের দৌসররা নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মুক্তিযুদ্ধে আত্ম ত্যাগকারি শহীদদের বিনস্ত্র শ্রদ্ধাজানাই। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার। বিশেষ অতিথির আসনে ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, উপজেলা আ’লীগ (ভার) সভাপতি আবু নজির মিয়া,প্রকৌশলী সাখাওয়াত, তদন্ত ওসি হাসিবুল্লাহ হাসিব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা,শিক্ষক, নেতা, সাংবাদিক সরকারি কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages