লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে রায়পুর থানা পুলিশ।
শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. তোতা মিয়ার নেতৃত্বে উপজেলার রাখালিয়া বাজার সংলগ্ন চৌধুরী বাড়ির পিছন থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি কোরা বাডাইল, ১টি শাবল, ৫টি রামদা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মো. লাভু (১৯), বামনী ইউনিয়নের কলাকোপা গ্রামের ফয়সাল (১৮) ও সদর উপজেলার ৪নং চর রুহিতা ইউনিয়নের মো. রায়হান (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. তোতা মিয়ার নেতৃত্বে পুলিশ কর্মকর্তারা সোনাপুর ইউনিয়নের রাখালিয়া বাজার সংলগ্ন চৌধুরী বাড়ির পিছন থেকে অস্ত্রসহ ৩ আন্তঃজেলা ডাকাতকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে থাকা আরো ৬-৭ জন ডাকাত পালিয়ে যায়।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া জানান, অস্ত্রসহ আটক ৩ ডাকাতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সহযোগী ডাকাতদের আটকের চেষ্টা চলছে।
No comments:
Post a Comment