ডি এন্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষে ১বছর পূর্তি শুভেচ্ছা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 25 December 2019

ডি এন্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাবের পক্ষে ১বছর পূর্তি শুভেচ্ছা

মোঃ নান্টু রামগঞ্জের  ভাটরা থেকেঃ
 ১লা জানুয়ারী ২০১৯ পূর্ব রামগঞ্জ কয়েক জন  সেচ্ছাসেবী   যুবক নিয়ে গঠিত হয়  ডি এন্ড এইচ ব্লাড ডোনেশন ক্লাব।    
এই ১ বছরে সংগঠনের উদ্যোগে যে সেবা টুকু দিয়েছিলেন।
১) ৬০০ শত এর উপরে মানুষকে ফ্রিতে ব্লাড গ্রুপ নির্নয় করা হয়েছে।
২) দুই শতকের উপরে পিজিও বাত ব্যাথার গরুগীকে ফ্রি চিকিৎসা প্রদান।
(২) প্রায় ৬০ জনের অধিক ডেন্টাল রুগীকে ফ্রি তে টিটম্যান।
এই স্বেচ্ছাসেবী সংগঠনের মূল উদ্দেশ্য ছিলো রক্ত দান এক বছরে ৪৫  ব্যাগ এর মত ব্লাড ডোনেশন প্রদান করা।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন,আমরা আমাদের লক্ষ্যপ্রাণে পৌঁছতে চাই।অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের মূল উদ্দেশ্য। আমরা আশা করব রামগঞ্জ সহজেই মানুষের সার্বিক সহযোগিতা পেলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারব ইনশাআল্লাহ এবংআমাদের চেষ্টা অব্যহত থাকবে সব সময়।

সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী সহ অর্থ দাতা সবাই কে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সদস্য ও দায়িত্বশীলবৃন্দ। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages