একের পর এক ধর্মঘটে গোটা দেশে বিরাজ করছে অস্থিরতা। - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 1 December 2019

একের পর এক ধর্মঘটে গোটা দেশে বিরাজ করছে অস্থিরতা।


একের পর এক ‘অরাজনৈতিক’ ধর্মঘটে গোটা দেশে বিরাজ করছে অস্থিরতা। দাবি আদায়ের নামে এসব ধর্মঘটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বাস, পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যান, নৌযান শ্রমিকদের ধর্মঘট শেষ হতে না হতেই তিন বিভাগে শুরু হয়েছে পেট্রোল পাম্প স্টেশনে ধর্মঘট। অনির্দিষ্টকালের এ ধর্মঘটে আজ থেকে দুর্ভোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিবহন সেক্টরে একের পর এক এমন ধর্মঘটে প্রভাব ফেলছে দ্রব্যমূল্যে। যাতায়াতসহ নানা জরুরি প্রয়োজনে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে তৈরি হচ্ছে অস্থিরতা। ধর্মঘট পালনকালে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীদের বেপরোয়া আচরণও লক্ষ্য করা গেছে। যানবাহন ভাঙচুর, সাধারণ চালকদের উপর আক্রমণসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এসব ধর্মঘটে। নতুন সড়ক আইন বাস্তবায়নের পরপরই পরিবহনের প্রায় সব সংগঠনই ধর্মঘটের ডাক দেয়। সর্বশেষ গতকাল দিনভর দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে কর্মবিরতি পালন করে বাংলাদেশ ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, জ্বালানি তেল পরিবেশক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতিসহ জ্বালানি ব্যবসায়ীরা।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages