১ বছরে সৌদি থেকে ফিরেছেন ২০,০০০ নারী কর্মী - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 4 November 2019

১ বছরে সৌদি থেকে ফিরেছেন ২০,০০০ নারী কর্মী

১ বছরে সৌদি থেকে ফিরেছেন ২০,০০০ নারী কর্মী
নির্যাতন-যন্ত্রণা আর কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারায় গত ১ বছরে সৌদি থেকে ফিরেছেন ২০,০০০ নারী কর্মী। এর মধ্যে প্রায় সাড়ে ৮ হাজার ফিরেছেন দূতাবাসের মাধ্যমে। ঢাকায় পাঠানো রিয়াদস্থ বাংলাদেশের দূতাবাসের রিপোর্টে এমনটাই জানায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। উপ-রাষ্ট্রদূত বলেন ঢাকায় যেমনটা ঢালাও প্রচার রয়েছে যে অসহ্য নির্যাতনে অতিষ্ঠ হয়ে নারী গৃহকর্মীরা দলে দলে দেশে ফিরছেন- উপ-রাষ্ট্রদূত এর সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেন, অত্যাচারের ঘটনাগুলো অস্বীকার করার সূযোগ নেই। নির্যাতনের প্রতিটি কেস দূতাবাস নোটে নিচ্ছে এবং তা সৌদি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন বলেন, হাতাশার দিক হচ্ছে দূতাবাসের নোটে থাকা কেসগুলো আইনীভাবে প্রমাণ করার জন্য বাংলাদেশ চ্যাপ্টারে পদ্ধতিগত কিছু ঘাটতি রয়েছে

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages