দুই কাউন্সিলর মিজান ও রাজীবের বিরুদ্ধে দুদকের দুই মামলা - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Wednesday 6 November 2019

দুই কাউন্সিলর মিজান ও রাজীবের বিরুদ্ধে দুদকের দুই মামলা

নিউজ ডেস্কঃ

ঢাকার দুই সিটির কাউন্সিলর ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমানের (পাগলা মিজান) এবং ৩৩ নম্বর ওয়ার্ডের তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকা; চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের জন্য মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ৩০ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদের জন্য বাদী হয়ে মামলা করেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ও ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে হাবিবুর রহমান মিজানের নামে স্থাবর ২০ কোটি ৮৯ লাখ টাকা ও অস্থাবর ৯ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার সম্পদসহ মোট ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকার সম্পদ পাওয়া গেছে। অন্যদিকে অপর এজাহারে বলা হয়, কাউন্সিলর রাজীবের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ পাওয়া গেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages