খুলনায় জেলা প্রশাসকসহ ২৩ কর্মকর্তা ডোপ টেস্টে উত্তীর্ণ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 17 November 2019

খুলনায় জেলা প্রশাসকসহ ২৩ কর্মকর্তা ডোপ টেস্টে উত্তীর্ণ


মানবকণ্ঠ

খুলনায় জেলা মাদকবিরোধী টাস্কফোর্সের শুদ্ধি অভিযানের উদ্বোধনী দিনে জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের ২৩ কর্মকর্তা মাদক পরীক্ষায় (ডোপ টেস্ট) উত্তীর্ণ হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে খুলনা সার্কিট হাউজে জেনারেল হাসপাতালের চিকিৎসক এস.এম মুরাদ হোসেন এই ২৩ কর্মকর্তার ডোপ টেস্ট সম্পন্ন করেন।

এর আগে দুপুর দেড়টার দিকে ‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ স্লোগানের মধ্য দিয়ে খুলনায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্ট কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সিভিল সার্জন এ এস এম আব্দুর রাজ্জাক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান। অনুষ্ঠানটি তত্বাবধান করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইউসুপ আলী।

উদ্বোধনী দিনে খুলনায় কর্মরত জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, উপ পুলিশ কমিশনার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, কেডিএ এর প্রকৌশলী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, জেল সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত মোট ২৩ জন কর্মকর্তার ডোপ টেস্ট সম্পন্ন করা হয়। পরীক্ষায় তারা সবাই মাদকাসক্ত নন মর্মে সনাক্ত হন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages