রামগঞ্জ ইট ভাটার দেয়াল ভেঙ্গে পড়ে ২ সহোদর ভাইয়ের মৃত্যু আহত২০ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 23 May 2021

রামগঞ্জ ইট ভাটার দেয়াল ভেঙ্গে পড়ে ২ সহোদর ভাইয়ের মৃত্যু আহত২০



রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে মদিনা ব্রিকের ভাটার দেয়াল ভেঙে পড়ে দুই শ্রমিক নিহত ও অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছে। নিহত দুই জনই সহোদর ভাই আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলেন, ফারুক হোসেন, বেলাল হোসেন নামের দুই সহদর ভাই। উভয়ই লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা। 
গতকাল ২৩ মে রবিবার বিকাল ৫টা ৩০ মিনিটে উপজেলার ভোলাকোট ইউনিয়নের মদিনা ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ব্রিক ফিল্ডের মালিক আমির হোসেন ডিপজল পলাতক রয়েছে। এঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে ইউএনও তাপ্তি চাকমা, ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় শ্রমিকদের আন্দোলনের মুখে
মদিনা ব্রিক সাময়িক বন্ধ ঘোষণা করেন ইউএনও তাপ্তি চাকমা। 
ভাটায় কর্মরত কয়েকজন শ্রমিক জানান, কয়েকদিন আগে দেয়ালটিতে পাটল দেখা দিলে দেয়ালটি সংস্কারের জন্য ভাটা মালিককে বারবার তাগিদ দেয় শ্রমিকরা। কিন্তু ভাটার মালিক ডিপজল এতে কর্নপাত করেনি। মালিকের খামখেয়ালিপনায় জীবন দিতে হয়েছে তিনজনকে। এ ঘটনায় ভাটার মালিক ডিপজলের বিচার দাবী করেন শ্রমিকরা।
ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে ভাটার মালিকপক্ষকে আইনের আওতায় আনা হবে। 
ইউএনও তাপ্তি চাকমা বলেন, এঘটনায় মদিনা ব্রিকস বন্ধ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages