ঘরে থাকবেন নাকি কবরে সিদ্ধান্ত আপনার: বেনজীর আহমেদ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 13 April 2020

ঘরে থাকবেন নাকি কবরে সিদ্ধান্ত আপনার: বেনজীর আহমেদ



নিউজডেস্কঃ  
র‌্যাবের বিদায়ী মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, ন্যূনতম প্রয়োজন ছাড়া কেউ কোথাও বের হবেন না। ঘরের বাইরে যাওয়ার চিন্তাও করবেন না। সরকারের পক্ষ থেকে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা সত্ত্বেও অনেকেই তা লঙ্ঘন করছেন। এখন আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন সিদ্ধান্তটা আপনার।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে র‌্যাব মহাপরিচালক হিসেবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শেষ সংবাদ সম্মেলনে (অনলাইন) এ কথা বলেন তিনি। গত ৮ এপ্রিল র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বেনজীর আহমেদ বলেন, সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন এটা হতে দেওয়া হবে না। ন্যূনতম প্রয়োজনে বাইরে যাওয়া, আড্ডা দেওয়া, অনর্থক ঘোরাঘুরি থেকে সবাইকে নিবৃত হওয়ার অনুরোধ জানাই। এই মহামারি থেকে রক্ষা পেতে ব্যক্তি সচেতনতা, পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতার, কোনও বিকল্প নেই।

তিনি বলেন, করোনা মহামারির হুমকি ধনী-গরিব সবার জন্য সমান। তাই সর্বসাধারণের জন্য অনুরোধ থাকবে এই ক্রাইসিসের মধ্যে নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই দায়িত্ব কেবল একার নয়, সবার।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages