রামগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পেল ৭০ গৃহহীন পরিবার - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday 20 June 2021

রামগঞ্জে প্রধানমন্ত্রীর ঘর পেল ৭০ গৃহহীন পরিবার



মুজিব জন্মশত বার্ষীকি উপলক্ষে সারা দেশের ন্যায় লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্প এর দ্বিতীয় পর্যায়ে লামচর ও কাউনিয়া আশ্রয়ন প্রকল্পে ভূমিহীন ও গৃহহীন ৭০টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে  জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২০ জুন) সকাল ১১ টায় রামগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন-২ প্রকল্প এর উপকারভোগীদের মাঝে নব নির্মিত ঘরের চাবী ও দলিল হস্তান্তরের মাধ্যমে একযোগে প্রকল্পটির উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার এর সভাপতিত্বে ও প্রকল্পের সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ কুমার দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও  জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী। 

আরো উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ,ক,ম রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার মাহাবুবুর রহমান, অফিসার ইনচার্জ  মোঃ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহমেদ বেলাল,উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার সিউলি, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কাউছার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, এসময় সরকারী পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages