রামগঞ্জে বাকি টাকা চাওয়া হামলার শিকার হলেন ব্যবসায়ী - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Friday 12 March 2021

রামগঞ্জে বাকি টাকা চাওয়া হামলার শিকার হলেন ব্যবসায়ী



রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি::

লক্ষীপুর জেলায় রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের  মধ্য ভাদুর খামার বাড়ির সামনে মুদি দোকানের বাকি টাকা চাইতে গিয়ে হামলার শিকার হলেন এক মুদি দোকানদার।
ঘটনাটি ঘটে শুক্রবার (১২ মার্চ) সকালে মুদি ব্যবসায়ীর দোকানে। এনিয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন। 
অভিযোগ ও স্হানীয়সূত্রে জানা যায়, মুদি দোকানের মালিক মোঃ আনোয়ার হোসেন (৪৫), মধ্য ভাদুর বরকন্দাজ বাড়ির আবদুল মান্নানের ছেলে। খামার বাড়ির সামনে মুদি ব্যবসা করে আসছে অনেকদিন থেকে।
ব্যবসা করতে গিয়ে একই গ্রামের ঠারি বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মোঃ ওয়াসিম (৩০) এর সাথে প্রায় সাড়ে সাত হাজার  টাকার বাকিতে  লেনদেন হয়। শুক্রবার সকালে ওয়াসিম আনোয়ার হোসেনের মুদি দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আনোয়ার হোসেন তার বাকি  টাকা চাইলে ওয়াসিম  আনোয়ারকে এলোপাথোরি মারতে শুরু করে। ঐ সময় মুদি দোকানদার আনোয়ার হোসেনের সঙ্গে থাকা  আটত্রিশ হাজার টাকা জোর পূর্বক হাতিয়ে নিয়ে যায় ওয়াসিম।আনোয়ার হোসেনের চোখে, মুখে, নাকে,ও বুকে প্রচন্ড আঘাত করে, একপর্যায়ে চোখ ও নাক দিয়ে অনেক রক্তক্ষরণ  হয়। 

 পরে গুরুআহত আনোয়ার হোসেনকে স্হানীয়রা উদ্ধার করে 
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
 এব্যাপারে অভিযুক্ত  ওয়াসিমের সাথে যোগাযোগের জন্য বাড়িতে গিয়েও তার কোন খোজ খবর পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র বিশ্বাস জানায় অভিযোগ পেয়েছি  তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্তা নেওয়া হবে। 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages