দিনাজপুরে দুর্বৃত্তের হামলার আহত ঘোড়াঘাটের ইউএনও, ঢাকায় প্রেরণ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 3 September 2020

দিনাজপুরে দুর্বৃত্তের হামলার আহত ঘোড়াঘাটের ইউএনও, ঢাকায় প্রেরণ



নিউজ ডেস্ক ঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম (৩৫) এবং তার বাবা ওমর শেখ (৭২) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। ওয়াহিদা খানমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হসপিটালে স্থানান্তর করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া বলেন, ইউএনওর মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ধাতব কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। তার শরীরের ডান দিক অবশ হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। ইউএনওর বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউএনওর সরকারি বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। ২/৩ জন দুর্বৃত্ত মইয়ের সাহায্য ভেন্টিলেটর দিয়ে বাসভবনে প্রবেশ করে। এরপর দুর্বৃত্তরা ওয়াহিদা খানমকে হাতুড়ি ধরনের কোন অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় বাসায় অবস্থানরত তার বাবা মুক্তিযোদ্ধা ওমর শেখ এগিয়ে এলে তাকেও দুর্বৃত্তরা আঘাত করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে, তারা কোন কিছু নিয়ে যায়নি।

প্রশাসনের ধারণা, ইউএনও ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে। তবে, কী কারণে এই হামলা তা এখনো অনুমান করা যায়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ধরার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন (বিপিএম এবং পিপিএম বার) সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। ইউএনও ওয়াহিদার স্বামী মো. মেজবাহুল হোসেন পার্শ্ববর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন। ঘটনার আগেই নৈশ প্রহরীকে বাসভবনের একটি ঘরে তালা দিয়ে আটকে রাখা হয়। নিচতলার আরেকটি ঘরে বাসার সহকারীও ছিল।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages