ঝিনাইদহে ট্রাফিক অভিযান শুরু; শতাধিক ইজিবাইকের এলইডি বাল্ব বিনষ্ট - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Sunday, 30 August 2020

ঝিনাইদহে ট্রাফিক অভিযান শুরু; শতাধিক ইজিবাইকের এলইডি বাল্ব বিনষ্ট



 ঝিনাইদহ প্রতিনিধিঃ
মোটর যান সম্পর্কিত জন সচেতনা বাড়াতে ঝিনাইদহের প্রান কেন্দ্র পায়রা চত্তরে ট্রাফিক পুলিশের সম্মিলিত অভিযান চালানো হয়েছে। এসময় শতাধিক ইজিবাইকের এলইডি বাল্ব বিনষ্ট করাসহ ২৬ টি মোটর সাইকেলের বিভিন্ন অপরাধে মামলা ও ৮ টি মোটর সাইকেল আটক করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সন্ধায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাউদ্দিনের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর গৌরাঙ্গ পাল, সার্জেন্ট নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইমরান, কনক, সাদ্দামসহ আরো অনেকে।

অভিযান কালে ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন বলেন, আগামী কাল থেকে জেলায় বিভিন্ন রাস্তায় এ অভিযান অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages