রামগঞ্জে প্রাইভেট হাসপাতালে অভিযান ৩টি বন্ধের নির্দেশ - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Thursday 20 August 2020

রামগঞ্জে প্রাইভেট হাসপাতালে অভিযান ৩টি বন্ধের নির্দেশ



রামগঞ্জ প্রতিনিধিঃ   
লক্ষ্মীপুরের রামগঞ্জে  প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গতকাল  বিকেলে অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃঅাবদুল গাফফার৷ এ সময় তিনি ৭টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে  বৈধ কাগজপত্র না থাকায় রয়েল হাসপাতাল ও মা-মনি ডায়াগনস্টিক সেন্টারসহ ৩টি বন্ধ করার নির্দেশ এবং বায়োপ্যাথ, উপশম,মেডিকা হাসপাতালসহ ৪টি হাসপাতালকে কাগজপত্র নবায়ন করার জন্য অধিক ৪৫দিন পর্যন্ত মৌখিকভাবে সময় নির্দেশ দেন৷ 
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃগুনময পোদ্দার,  সিজিল সার্জেন্ট অফিসের মেডিকেল অফিসার ডাঃ রায়হান প্রমূখ৷ 
সূত্রে জানা যায়, রামগঞ্জে ১০টি হাসপাতাল ও ১৪টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে৷ এ মধ্যে  রয়েছে  রামগঞ্জ ল্যাব, মা-মনি  ও রয়েল ও সিটি হাসপাতাল এ ২টিসহ  ৭টির কোন প্রকার বৈধ কাগজপত্র নেই৷ অপূর্ব,  অাল ফারুক, মেডিকা হাসপাতালসহ ৪টি প্রতিষ্ঠানের সম্পূন্ন কাগজ পত্র রযেছে৷ বাকী  হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কারো ৩০ ভাগ থেকে ৫০ ভাগ কাগজপত্র  অথবা নবায়ন নেই৷
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার জানান, সিভিল সার্জেন্ট স্যার গতকাল বিকেলে ৭টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান দেন৷ এ সময় তিনি কোন প্রকার কাগজপত্র না থাকা ৩টি বন্ধের নির্দেশ ও কাগজপত্র অাছে এবং নবায়নের জন্য অাবেদন করছে এমন হাসপাতালগ গুলোকে অধিক ৪৫দিন পর্যন্ত সময় দিয়েছে৷ 
লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জেন্ট ডাঃঅাবদুল গাফফার জানান, পর্যায়ক্রমে রামগঞ্জের প্রতিটি প্রাইভেট হাসপাল ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান দেওয়া হবে৷ কারো কাগজপত্র ঠিক না থাকলে অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages