লক্ষ্মীপুরের রায়পুরে বন বিভাগের গাছ কেটে আ’লীগ নেতার বরফকল নির্মান! - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 4 July 2020

লক্ষ্মীপুরের রায়পুরে বন বিভাগের গাছ কেটে আ’লীগ নেতার বরফকল নির্মান!



এস,এম, বাবর  : লক্ষ্মীপুরের রায়পুরে বেরিবাঁধ সড়কের জমি দখল করে তার পাশের বন বিভাগের ৪টি কাঁঠাল গাছ কেটে বরফকল নির্মান করছেন আ’লীগ নেতা। বৃহস্পতিবার বিকালে দক্ষিন চরবংশী ইউপির মোল্লারহাট বাজার এলাকায় গেলে সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত ওই আ’লীগ নেতার নাম জাকির হোসেন মোল্লা ইউনিয়ন আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক ও আ’লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার বড় ছেলে।

এঘটনায় রায়পুর উপজেলা বনবিভাগের কর্মকর্তা চন্দন ভৌমিককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক-স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত তিন দিন ধরে স্থানীয় আ’লীগ নেতা জাকির হোসেন মোল্লা বেরিবাঁধের পাশে ৪টি কাঁঠাল গাছ কেটে সরকারি জায়গা দখল করে বরফকল নির্মান করছেন। কয়েকজন ব্যবসায়ী ওই নেতাকে নিষেধ করলে সে অস্রাব্য ভাষায় গালমন্দ করে। এঘটনায় সাংবাদিক ও বনকর্মকর্তাকে অবহিত করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এবিষয়ে দক্ষিন চরবংশী ইউপি আ’লীগ নেতা জাকির মোল্লা বলেন, বেরিবাঁধের সড়কের পাশে আমার নীজের জায়গায় কাঁঠাল গাছ রোপন করেছি আবার আমার প্রয়োজনে কেঁটেছি। কার কি সমস্যা?

রায়পুর বনকর্মকর্তা চন্দন ভৌমিক মোবাইল ফোনে জানান, বেরিবাঁধের জায়গার জমি দখল করলো, আবার ৪টি কাঁটাল গাছ কেঁটে বরফকল নির্মান করছেন-? এটা খুব অন্যায়। দ্রুত ওই আ’লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages