রামগঞ্জে ছিনতাইয়ের স্বীকার কলেজ শিক্ষক - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Saturday 18 July 2020

রামগঞ্জে ছিনতাইয়ের স্বীকার কলেজ শিক্ষক



রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সমর দাস গতকাল  ভোর সাড়ে ৪টায় রামগঞ্জ -সোনাইমুড়ি সড়কের বালুয়া চৌহমনী ব্রাক অফিসে সামনে ছিনতাইকারী কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীরা মোটর সাইকেল, মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।এ ব্যাপারে  শিক্ষক সমর দাস বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। 
শিক্ষক সমর দাস জানান , অাজ ভোর সোয়া ৪টার সময় অামার নিজ বাড়ি রতনপুর গ্রাম থেকে কচুয়া বাস ষ্টান্ডে অপেক্ষায় থাকায় অামার একজন অাত্নীয়কে অানার উদ্দেশ্য মোটর সাইকেল যোগে রওয়ানা হই। বালুয়া চৌহমনী ব্রাক অফিসের নিকট পোছলে  একটি অটোরিকশা(সিএনজি) অামার মোটর সাইকেল গতি রোধ করে ।অামি কিছু বুঝে উঠার অাগেই সিএনজি থেকে চার জন মুখোশদারী যুবক নেমে অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল, মোবাইল ও নগদ  টাকাসহ মানিব্যাগটি নিয়ে পূর্বদিকে একই সিএনজিতে দ্রুতগতিতে চলে যায়। মোটর সাইকেল নাম্বার লক্ষীপুর হ-১১-৫৩১৫। 

উল্লেখ্য - একই স্থানে একই ভাবে  গত কয়েকমাসের মধ্যে অালীপুর বাজারের  ঔষধ ব্যবসায়ী বাবলুসহ ৩/৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages