করোনা ভাইরাস প্রতিরোধে রামগঞ্জ থানা পুলিশের লিফলেট বিতরন ও বাজার মনিটরিং - pratidinkhobor24.com

Breaking

Home Top Ad

Post Top Ad




Monday 23 March 2020

করোনা ভাইরাস প্রতিরোধে রামগঞ্জ থানা পুলিশের লিফলেট বিতরন ও বাজার মনিটরিং




লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন,ওসি তদন্ত একে বজলুল হক, এসআই আবদুল হান্নানসহ থানা পুলিশ  সোমবার বিকেলে রামগঞ্জ বাজারে হাত মাইক নিয়ে করোনা ভাইরাস সংক্রান্তে সাধারণ জনগনকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য ও লিফলেট বিতরন করেন। 
এবং দ্রব্যমুল্যে ঊর্ধ্বেগতি রোধে নিত্য প্রয়োজনীয় পন্যের দোকানগুলির মূল্য তালিকা মনিটরিং করেন। 

 এছাড়াও  বিভিন্ন ইউনিয়ন পরিষদ এলাকা, বিট এলাকায় স্ব-স্ব বিট অফিসার গন  জনগণকে সচেতন করার লক্ষে লিফলেট বিতরণ করেন। 
লিফলেটের মূল বিষযগুলো ছিল-
১. সচেতন হোন, সুস্থ থাকুন.......
২. নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন......
৩. সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধৌত করুন...
৪. জনসমাগম এড়িয়ে চলুন.....
৫. গুজব ছড়াবেননা, আতঙ্কিত হবেন না....... ইত্যাদি।
* আপনি নিজে বাঁচুন এবং জাতিকে বাঁচান *

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages